হোম > সারা দেশ > খাগড়াছড়ি

স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের সাজার দাবিতে ঝাড়ু-লাঠিমিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকরের দাবিতে ঝাড়ু ও লাঠিমিছিল। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকর করার দাবিতে ঝাড়ু ও লাঠিমিছিল হয়েছে। বুধবার সকালে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে এই মিছিল ও সমাবেশ হয়।

মিছিলটি সদর উপজেলা পরিষদ গেটের সামনে থেকে শুরু করে চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিলটি আবার উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সদস্য অর্পনা চাকমা।

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকরের দাবিতে ঝাড়ু ও লাঠিমিছিল। ছবি: আজকের পত্রিকা

সমাবেশে বক্তারা ভাইবোনছড়ায় ধর্ষণে জড়িত পলাতক দুই ধর্ষককে গ্রেপ্তারসহ সব ধর্ষকের যথাযথ বিচার ও সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানান।

সমাবেশে এন্টি চাকমা বলেন, ‘যখন আমাদের দেশের আইন ধর্ষকদের শাস্তি দিতে পারে না, তখনই লাঠি ও ঝাড়ু নিয়ে মাঠে নামতে হয়। স্বাধীন বাংলাদেশে আজ আমাদের নিজের ইজ্জত, নিজের শরীরকে রক্ষার জন্য রাজপথে নেমে আন্দোলন করতে হচ্ছে।’

এন্টি চাকমা আরও বলেন, ‘ভাইবোনছড়ায় ধর্ষণের শিকার সেই বোন এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। অবিলম্বে দুজন পলাতক ধর্ষককে গ্রেপ্তারপূর্বক সকল ধর্ষকের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকর এবং পার্বত্য চট্টগ্রামে নারী নিরাপত্তার দাবি জানাচ্ছি।’

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি