ক্রু সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচল করা সাত জোড়া ট্রেনের মধ্যে তিন জোড়া শাটল ট্রেন (শুক্রবার ও শনিবার) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার থেকে এটি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই লোকো) মো. ওয়াহিদুর রহমান সিআরবির কন্ট্রোলার অফিসে আদেশ পাঠান।
পূর্বাঞ্চলের সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ক্রু সংকট ও করোনার কারণে ঢাকা ও চট্টগ্রামের বেশ কিছু ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে। ডিএমই লোকো দপ্তর থেকে পাঠানো আদেশের চিঠিতে উল্লেখ করা হয়, ক্রু স্বল্পতার কারণে ২৬ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৩১ / ১৩২,১৩৫ / ১৩৮ ও ১৪১ / ১৪২ নম্বরধারী ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই তিন জোড়া ট্রেন চবিতে চলাচল করে। তবে অন্য তিন জোড়া শাটল ১৩৩/৩৪, ১৩৯/৪০, ১৪৩ /৪৪ এবং এক জোড়া ডেমো ট্রেন চলাচল করবে।
এদিকে একই কারণে লালমনিরহাট-সান্তাহার-লালমনিরহাট ২০/১৯, ঢাক-নারায়ণগঞ্জ-ঢাকা সকালের ২১৩/২১৪, ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা দুপুরের ২১৯/২২০, ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা বিকেলের ২২৯/২৩০ ও ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রাতের ২৩৩/২৩৪ নম্বরের ট্রেনগুলোও বন্ধ করা হয়।
মাইলেজ ইস্যুতে প্রায় এক বছর ধরে আন্দোলন করছেন ট্রেনচালকেরা। সম্প্রতি তাঁরা ঘোষণা দেন, বেতন-ভাতা আগের নিয়মে বহাল না রাখলে ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করবেন না। তারপর থেকে ট্রেনেচালকের সংকট দেখা দেয়। এরই অংশ হিসেবে রেলওয়ে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।