হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় বাসচাপায় নারী নিহত, চালক-সহকারী পলাতক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি  

প্রতীকী ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় দ্বি বালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক শ্যামল কান্তি ত্রিপুরা (৩৫)। আজ শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গা সেনা জোনের অদূরে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত দ্বি বালা ত্রিপুরা গুইমারা উপজেলার আরবাড়িপাড়ার বাসিন্দা দগল চন্দ্র ত্রিপুরার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যক্তিগত প্রয়োজনে তিনি আজ সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলে আরবাড়ি থেকে মাটিরাঙ্গা বাজারে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহতের মামা প্রিয় রঞ্জন ত্রিপুরা বলেন, ‘মোটরসাইকেলে করে বাজারে আসার পথে মাটিরাঙ্গা সেনা জোনের সামনে পৌঁছালে চট্টগ্রামগামী শান্তি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দ্বি বালা ত্রিপুরা নিহত হন।’

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত মোটরসাইকেলচালক শ্যামল কান্তি ত্রিপুরাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর ঘাতক বাসটির চালক ও সহকারী দ্রুত পালিয়ে যান।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা বলেন, ‘হাসপাতালে আনার আগেই দ্বি বালা ত্রিপুরার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন।’

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা