হোম > সারা দেশ > কুমিল্লা

গুপ্তধন ভেবে ঘরে আনা বস্তুটি ছিল কামানের গোলা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাতা কুড়াতে গিয়ে গুপ্তধন মনে করে একটি কামানের গোলা ঘরে আনেন এক নারী। পরে ছেলেকে দেখানোর পর সেটিকে বিস্ফোরক মনে করে পুকুরের পানিতে ফেলে দেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। 

আজ শনিবার দুপুরে ৯৯৯ থেকে কল পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট কাউন্টার টেররিজমের একটি দল কামানের গোলাটি উদ্ধার করে ধ্বংস করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকাদীঘি গ্রামের সুফিয়া বেগম নামের এক নারী বাড়ির পাশে শুকনা পাতা কুড়াতে যান। এ সময় তিনি মাটিতে পুঁতে থাকা পিতলের তৈরি একটি বস্তু দেখতে পান। গুপ্তধন মনে করে সেটি বাড়িতে নিয়ে যান। ঘরে নিয়ে তিনি সেটি তাঁর ছেলে মাঈন উদ্দিনকে দেখান। এ সময় মাইন উদ্দিন এটিকে বিস্ফোরক মনে করে তাৎক্ষণিকভাবে পুকুরে ফেলে দেন।

পরে মাঈন উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পায়। এ সময় পুকুরে ফেলে রাখার বিষয়টি নজরে রেখে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট কাউন্টার টেররিজমের সদস্যরা আজ/// দুপুরে ঘটনাস্থলে এসে পুকুর থেকে একটি অবিস্ফোরিত প্রজেকটাইল (কামানের গোলা) উদ্ধার করেন। এটির ওজন ১০ কেজি, দৈর্ঘ্য সাড়ে ১৩ ইঞ্চি। পরে মাটিতে পুঁতে বোমাটি ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, পরিদর্শক (তদন্ত) মো. ইকরামুল হক পিপিএম, উপপরিদর্শক (এসআই) আল হাদী রবিনসহ প্রমুখ।

সুফিয়া বেগম বলেন, ‘এটিকে দেখে আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ গুপ্তধন। তাই এটিকে বাড়িতে আনছিলাম। আমার ছেলে বলছে এটি একটি বোমা। পরে পানিতে ফেলে দিয়ে আমার ছেলে ৯৯৯ কল করে পুলিশকে খবর দিছে।’

ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘পাতা কুড়াতে গিয়ে এক নারী বিস্ফোরকটি খুঁজে পান। গুপ্তধন মনে করে বাড়িতে নিয়ে যান। পরে তাঁর ছেলে এটিকে বোমা মনে করে পুকুরের পানিতে ফেলে দেন। আমরা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত কামানের গোলাটি উদ্ধার করা হয়। বিস্ফোরণ করে ধ্বংস করা বোমাটির ওজন ১০ কেজি, দৈর্ঘ্য সাড়ে ১৩ ইঞ্চি।’

পুলিশের কাউন্টার টেররিজমের পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার বলেন, ‘এটি অবিস্ফোরিত কামানের গোলা। যেকোনো সময় বিস্ফোরণ হতে পারত। ধারণা করা হচ্ছে, এটি স্বাধীনতাযুদ্ধের সময় নিক্ষেপ করা অবিস্ফোরিত বোমা।’

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা