হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে মাদক নিয়ে বিরোধ, রাতে বসতঘর লক্ষ্য করে গুলি

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে রাতে বসতঘর লক্ষ্য করে গুলি ছুড়েছে একদল দুর্বৃত্ত। এ সময় গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গতকাল রোববার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর উলুচামারি এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হ্নীলা রঙ্গিখালীর ‘আবুল আলম বাহিনী’ ও তাঁর ছেলে মো.আফ্রিদির সঙ্গে একই এলাকার আরেক ‘অস্ত্রধারী সন্ত্রাসী জালাল বাহিনী’র মধ্যে মাদকসংক্রান্ত বিরোধ রয়েছে।

মূলত ওই ঘটনার জেরে গতকাল মধ্যরাতে মো. আফ্রিদির বসতঘরে জালাল বাহিনীর প্রধান জালালের নেতৃত্বে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ সময় একের পর এক গুলির শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনার পর সিসিটিভির ক‍্যামেরায় ধারণ কার গুলি ছোড়ার একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা গেছে, কয়েকজন দুর্বৃত্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করে কয়েকটি গুলি ছুড়ছে। কে বা কারা গোলাগুলির ঘটনা ঘটিয়েছে, তা বিস্তারিত পাওয়া যায়নি। গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগে অস্ত্রধারীরা পালিয়ে যায়। বর্তমানে তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এখন পর্যন্ত কেউ কোনো ধরনের অভিযোগ দেননি।

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির