হোম > সারা দেশ > ফেনী

বাসের ধাক্কায় উল্টে গেল সিলিন্ডারবাহী ট্রাক, উবে গেল অক্সিজেন

ফেনী প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর অংশে বাসের ধাক্কায় অক্সিজেনবাহী একটি ট্রাক সড়কে উল্টে পড়ে যায়। এতে সিলিন্ডারে থাকা অক্সিজেন উবে যায়। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

এতে মহাসড়কে আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। 

এ ঘটনায় আহত হয়েছেন অক্সিজেনবাহী গাড়ির হেলপার মো. হেলপার নাদিম। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

অক্সিজেনবাহী গাড়িচালক আলমগীর হোসেন জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী আসার সময় পেছন দিক থেকে শ্যামলী পরিবহনের একটি বাস তাঁদের গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় অক্সিজেনবাহী গাড়িটি ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় সিলিন্ডার লিকেজ হয়ে অক্সিজেন সড়কে নির্গত হয়। 

পরে পুলিশ এসে রেকার দিয়ে গাড়িটি সোজা করে। অক্সিজেনবাহী গাড়ির মালিক বন্দর ইউনিয়ন চেয়ারম্যান এহসান উদ্দিনের। নারায়ণগঞ্জের একটি কোম্পানিতে গাড়িটি যাচ্ছিল। 

এ বিষয়ে ফাজিলপুর হাইওয়ে থানার ওসি রাশেদ খান বলেন, গাড়ির হেলপার আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার সময় প্রায় আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত