ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর অংশে বাসের ধাক্কায় অক্সিজেনবাহী একটি ট্রাক সড়কে উল্টে পড়ে যায়। এতে সিলিন্ডারে থাকা অক্সিজেন উবে যায়। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এতে মহাসড়কে আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় আহত হয়েছেন অক্সিজেনবাহী গাড়ির হেলপার মো. হেলপার নাদিম। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অক্সিজেনবাহী গাড়িচালক আলমগীর হোসেন জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী আসার সময় পেছন দিক থেকে শ্যামলী পরিবহনের একটি বাস তাঁদের গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় অক্সিজেনবাহী গাড়িটি ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় সিলিন্ডার লিকেজ হয়ে অক্সিজেন সড়কে নির্গত হয়।
এ বিষয়ে ফাজিলপুর হাইওয়ে থানার ওসি রাশেদ খান বলেন, গাড়ির হেলপার আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার সময় প্রায় আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।