চাঁদপুরে পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। আজ সোমবার (২৩ জুন) এটি আনা হয় জেলার বড় স্টেশন মাছঘাটে। ইলিশটি আড়তে নিলামে বিক্রি হয় ১৩ হাজার ১৫০ টাকায়।
ব্যবসায়ী নবীর হোসেন বলেন, ‘জুন মাস থেকে জেলেরা বড় আকারের কিছু ইলিশ পাচ্ছেন; যা আগে দেখা যায়নি। কিছুদিন আগেও ২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়। সেটিও আমি কিনেছি।’
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ইলিশের সরবরাহ একেবারে নেই। ঘাটে দক্ষিণাঞ্চলের ইলিশ আসে না। যা আসে স্থানীয় নদীর ইলিশ। মাঝেমধ্যে দু-একটি বড় সাইজের ইলিশ জেলেরা ঘাটে নিয়ে আসেন।