হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে পৌরসভা নির্বাচন সম্পন্ন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

সপ্তম ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। 

সাধারণ কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন- রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে আব্দুল হক, ২ নম্বর ওয়ার্ডে শ্যামল ত্রিপুরা, ৩ নম্বর ওয়ার্ড জিয়াউল হক, ৪ নম্বর ওয়ার্ড আহসান উল্যাহ, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জামাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শামীম (বিনাপ্রতিবন্ধিতায়), ৭ নম্বর ওয়ার্ডে আবুল বশর, ৮ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম। 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে বিবি আয়েশা; ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কনিকা বড়ুয়া এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আনোয়ারা বেগম নির্বাচিত হয়েছেন। 
 
জানা যায়, ভোটে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান। রামগড় পৌরসভা নির্বাচনে এবার মেয়র এবং ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল আলম কামাল এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মোহাম্মদ শামীমকে বিজয়ী ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। 

অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সার্বক্ষণিক নিয়োজিত ছিল পুলিশ এবং র‍্যাবের টহল দল। ভোটের সময় প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিল। তা ছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশের সঙ্গে বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। 

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রামগড় পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৬৪টি কক্ষে ভোটগ্রহণ করা হয়। এবার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৮৮৬ জন। 

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী