হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনী অভিযান: অস্ত্র–গুলিসহ গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে যৌথ বাহিনী অভিযানে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে অস্ত্র–গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকে এই অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার পেটান আলী (৪২) উপজেলার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের আলী মিয়ার ছেলে। 
 
র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আজ ভোরে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকে কতিপয় অস্ত্রধারী জড়ো হয়েছে খবরে র‍্যাব, বিজিবি ও এপিবিএন পুলিশের একটি যৌথ দল অভিযানে যায়। যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন এক ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়।’ 

মো. আবুল কালাম চৌধুরী আরও বলেন, ‘আটক ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, অস্ত্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ