চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৬০০ জন।
আজ শনিবার জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৬০০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৪৭ ও বিভিন্ন উপজেলার ১৫৩ জন রয়েছেন। উপজেলার মধ্যে সর্বোচ্চ ৩০ জন শনাক্ত হয়েছেন সীতাকুণ্ডে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ শতাংশ।
এর আগে গতকাল ২ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিলেন ৮০২ জন। আর মারা গেছেন নয়জন।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৬৯ হাজার ৯৫৭ জন। আর মারা গেছেন ৮২৪ জন। মৃতদের মধ্যে নগরের ৫১৫ এবং বিভিন্ন উপজেলার ৩০৯ জন রয়েছেন।