হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পায়ের গোড়ালি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

স্থলমাইন বিস্ফোরণে আহত যুবক। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নিকুছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হোসেন (৩৪) নামের এক যুবকের পায়ের গোড়ালির অংশ উড়ে গেছে।

আজ রোববার (১৩ জুলাই) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পিলার ৪২ ও ৪৩-এর মধ্যবর্তী স্থানে মিয়ানমারের ভেতরে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

হোসেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী গ্রামের বাসিন্দা বাঁচা মিয়ার ছেলে। মাইনের আঘাতে তাঁর বাম পায়ের গোড়ালি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত যুবকের মামা জসিম উদ্দিন বলেন, ‘বাঁশ কাটতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে সঙ্গে সঙ্গে হোসেনের পায়ের নিচের অংশ উড়ে যায়। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, এ সীমান্তে বাঁশ কাটতে যাওয়ার কোনো সুযোগ নেই। আহত যুবক ইয়াবা কারবারে জড়িত থাকতে পারেন। কেননা, এ নিকুছড়ি ইয়াবা ও স্বর্ণ চোরাচালানের জোন।

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় মাসের মধ্যে নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকায় অন্তত ৯ জনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ রকম দুর্ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় নিয়মিত সচেতনতামূলক সভা ও মাইকিং করে মানুষকে সাবধান করা দরকার।

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা