হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে অপহৃত ৯ কৃষক বাড়ি ফিরেছেন

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গাসহ নয় কৃষক বাড়ি ফিরেছেন। গতকাল রোববার দিবাগত রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার পাহাড়ি এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।

ফিরে আসা ব্যক্তিরা হলেন—কানজরপাড়ার নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। বাকি দুজন রোহিঙ্গা নাগরিক।

পরিবার সূত্রে জানা গেছে, তাঁদের কাছে জনপ্রতি দেড় লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

নয় ব্যক্তি অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশের অভিযান অব্যাহত ছিল বলে জানান ওসি গিয়াস উদ্দিন। তিনি বলেন, রোববার দিবাগত রাতে সবাইকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তবে মুক্তিপণের বিষয়ে তিনি কোনো বক্তব্য করেনি।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকায় ১৪৫ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে ৮৮ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার দাবি করেছেন।

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার