হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে অপহৃত ৯ কৃষক বাড়ি ফিরেছেন

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গাসহ নয় কৃষক বাড়ি ফিরেছেন। গতকাল রোববার দিবাগত রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার পাহাড়ি এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।

ফিরে আসা ব্যক্তিরা হলেন—কানজরপাড়ার নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। বাকি দুজন রোহিঙ্গা নাগরিক।

পরিবার সূত্রে জানা গেছে, তাঁদের কাছে জনপ্রতি দেড় লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

নয় ব্যক্তি অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশের অভিযান অব্যাহত ছিল বলে জানান ওসি গিয়াস উদ্দিন। তিনি বলেন, রোববার দিবাগত রাতে সবাইকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তবে মুক্তিপণের বিষয়ে তিনি কোনো বক্তব্য করেনি।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকায় ১৪৫ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে ৮৮ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার দাবি করেছেন।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫