হোম > সারা দেশ > কুমিল্লা

‘আধ্যাত্মিক পাগলের’ ঘরে টাকার পাহাড়! 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের ‘আধ্যাত্মিক পাগল’ হাজি আমির হোসেন ওরফে বিষা পাগলার ঘরে ২ কোটি ৪৫ লাখ টাকা, বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রা, প্রায় ৫ ভরি স্বর্ণ ও একটি আইফোন পাওয়া গেছে। 

আজ বুধবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিষা পাগলার আত্মীয় ও সাধারণ মানুষের উপস্থিতিতে তাঁর ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়। বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুর নবী বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গত শুক্রবার রাতে ৫৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিষা পাগলা। তাঁর কোনো স্ত্রী-সন্তান নেই। তাঁকে দাফনের পর থেকেই তাঁর আত্মীয়রা ধারণা করছিলেন ঘরে বিপুল পরিমাণ টাকাপয়সা থাকতে পারে। এমন ধারণা থেকে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর ঘরের সিন্দুক খোলা হয়। সিন্দুক থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। তিতাস থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। টাকাগুলো বস্তাবন্দী করে বিষা পাগলার একটি ঘরে তালাবদ্ধ করে পুলিশ পাহারায় রাখা হয়। 

পরে আজ বুধবার পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী ও এলাকাবাসী মিলে টাকা গণনা করেন। এ সময় ঘরের বাইরে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়। টাকাগুলো বিষা পাগলার বড় ভাই আওলাদ হোসেন, ছোট ভাই জামাল হোসেন, বোন মোর্শেদা, পালক মেয়ে তাসলিমা ও ভাতিজা মিঠুর কাছে বুঝিয়ে দেওয়া হয়। 

বিষা পাগলার বড় ভাই আওলাদ বলেন, ‘আমার ভাই একজন আধ্যাত্মিক পাগল ছিল। তার কাছে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসত এবং মানুষও তাকে ভালোবেসে টাকাপয়সা ও বিভিন্ন জিনিসপত্র দিয়ে যেত। এগুলো সে জমিয়ে রাখত। কিন্তু মৃত্যুর পর তার ঘরে এত টাকা পাওয়া যাবে সেটি আমরা কল্পনাও করতে পারিনি।’ 
 
আওলাদ আরও বলেন, ‘জীবিত থাকতে আমার ভাইয়ের স্বপ্ন ছিল রাস্তার পাশে একটি মসজিদ করার। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আমরা আমার ভাইয়ের রেখে যাওয়া টাকা দিয়ে একটি মসজিদ, মাদ্রাসা ও একটি মাজার তৈরি করব।’ 

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ‘মঙ্গলবার রাতে উপজেলার গাজীপুর গ্রামে মৃত বিষা পাগলা নামে এক আধ্যাত্মিক পাগলের ঘর থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়ার খবরে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। টাকাগুলো উদ্ধার করে তাঁর আত্মীয়দের কাছে বুঝিয়ে দেওয়া হয়।’ 

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই