কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শাহাব উদ্দিন (৩৫) নামে এক মাঝিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ১২ নম্বর ক্যাম্পের এইচ–৮ ব্লকের মৌলভি মনির আহাম্মদের ছেলে। ওই ক্যাম্পের সাব মাঝি এবং স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত ছিলেন শাহাব উদ্দিন।
আজ মঙ্গলবার সকালে উখিয়ার কুতুপালং ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ক্যাম্পে ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ।
ফারুক আহমেদ বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে দুষ্কৃতকারীদের ১০–২০ জন একটি দল নিহত শাহাব উদ্দিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।’
মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উল্লেখ করে ফারুক বলেন, ‘হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।’
এইচ–৮ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আমিন বলেন, ‘শাহাবুদ্দিনের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরোধ চলছিল। দীর্ঘদিন পর সে নিজের ঘরে আসে, খবর পেয়ে প্রতিপক্ষরা হামলা করে।’
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’