হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে দুর্বৃত্তদের ফেলে যাওয়া ৫ পেট্রল বোমা উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে দুর্বৃত্তদের ফেলে যাওয়া পাঁচটি পেট্রল বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার চাটখিল বাজারসংলগ্ন সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। এর আগে কয়েকটি পেট্রল বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। 

চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস পেট্রল বোমা উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, গতকাল রাতে চাটখিল পৌরসভার সামনের সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে অজ্ঞাতনামা ২৫-৩০ জন দুষ্কৃতকারী কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় জনমনে আতঙ্ক বিরাজ করে। খবর পেয়ে চাটখিল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় সড়কে পড়ে থাকা ব্যাগ থেকে পাঁচটি পেট্রল বোমা জব্দ করা হয়। 

সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস বলেন, ‘হঠাৎ করে সড়কের ওপর এসে কয়েকজন দুর্বৃত্ত নারায়ে তাকবির আল্লাহু আকবার ও জিয়ার সৈনিক এক হও বলে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটায়। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে তারা এ কাজ করে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পাঁচটি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু