১০ দিন করোনার সাথে লড়াই করে মারা গেলেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান খান (৪৫)। আজ শুক্রবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আজকের পত্রিকাকে বলেন, ২৩ মার্চ থেকে আতাউর জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে রাজধানীতে আনা হয়। সেখানে একটি হাসপাতালে ভর্তি করে তার করোনা পরীক্ষা করা হয়। তাতে পরীক্ষার ফল পজেটিভ আসে।
অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানেই আজ শুক্রবার ভোরের দিকে তিনি মারা যান।
আতাউর রহমানের মরদেহ আজ ভোরে তার গ্রামের বাড়ি কুমিল্লায় নেয়া হয়েছে। সেখানে তাকে দাফন করা হবে।
রোহিঙ্গাদের ভোটার জালিয়াতি নিয়ে বিতর্কের জেরে তৎকালীন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খানের বদলির পর গত বছর এই পদে যোগ দেন আতাউর রহমান খান।