হোম > সারা দেশ > চট্টগ্রাম

২ দিনে ৩ কন্টেইনার বিদেশি মদ আটক, চালানগুলো চীনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুই দিনের ব্যবধানে মিথ্যা ঘোষণায় আনা ৩ কন্টেইনার বিদেশি মদ আটক করেছে কাস্টমস হাউস। গতকাল শনিবার নারায়ণগঞ্জ থেকে দুই কন্টেইনার মদ আটকের পর আজ রোববার দুপুরে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর ইয়ার্ডে থাকা আরও একটি কন্টেইনার ভর্তি বিদেশি মদ আটক করা হয়। 

চীন থেকে টেকচার ইয়ার্ন অব পলেস্তারা ঘোষণা দিয়ে এই চালানটি নিয়ে আসা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাইফুল হক।

সাইফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নীলফামারীর ডং জিন ইন্ডাস্ট্রিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড চীন থেকে পলেস্তারা ঘোষণা দিয়ে চালানটি নিয়ে আসে। গত ১৬ জুলাই চালানটি চট্টগ্রামের আসার পর রিস্ক ম্যানেজমেন্টের আওতায় লক করা হয়। এর পর আজ (রোববার) কন্টেইনার খুলে তাতে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়। কী পরিমাণ মদের বোতল আছে, তা বলা যাচ্ছে না। বৃষ্টির কারণে আমরা কায়িক ইনভেন্ট্রি করতে পারছি না।’ 

এর আগে শনিবার ভোররাতে র‍্যাবের সহায়তায় নারায়ণগঞ্জ থেকে আরও দুই কন্টেইনার বিদেশি মদ আটক করা হয়। মিথ্যা ঘোষণায় আনা এসব বিদেশি মদ জালিয়াতির মাধ্যমে খালাস করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে দুটি কন্টেইনার আটক করা হয়। তিনটি চালান খালাসের দায়িত্বে ছিলেন চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন কেবি দোভাষ লেইনের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান জাফর আহমেদ। 

কাস্টমস হাউস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে আটক করা দুটি চালানের একটি ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেডের নামের একটি প্রতিষ্ঠান চীন থেকে আসা রোভিং মেশিন ববিন ঘোষণায় নিয়ে আসে। অপর চালানটি কুমিল্লা ইপিজেডের হেসি টাইগার কোম্পানি লিমিটেডের নামে ২০ জুলাই টেক্সটার্ড ইয়ান ঘোষণায় চীন থেকে নিয়ে আসে। কায়িক পরীক্ষায় চালান দুটিতে ১৩৩০ কার্টনের ভেতর বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ৩১ হাজার ৬২৫ লিটার বিদেশি মদ পাওয়া যায়, যার আনুমানিক শুল্কায়ন মূল্য ৪ কোটি ৪৬ লাখ টাকা। দুটি চালানের আমদানিকারক প্রতিষ্ঠান ২৪ কোটি ৭০ লাখ রাজস্ব ফাঁকির চেষ্টা চালিয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট