হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি: মিয়ানমারের ২২ সদস্যের প্রতিনিধিদল টেকনাফে

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের প্রস্তুতি দেখতে সে দেশের ২২ জনের একটি প্রতিনিধিদল কক্সবাজারের টেকনাফে এসেছে। আজ বুধবার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে স্পিডবোটে করে নাফ নদী পার হয়ে টেকনাফ জেটিঘাটে এসে পৌঁছায় তারা।

এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা প্রতিনিধিদলকে স্বাগত জানান।

আজ বুধবার সকাল ১০টার দিকে ২২ সদস্যের প্রতিনিধিদলটি নাফ নদী হয়ে টেকনাফ স্থলবন্দরের একটি রিসোর্টে ওঠে। বাংলাদেশে তাদের এক সপ্তাহ অবস্থানের কথা রয়েছে। প্রতিদিন ওই রিসোর্টে নির্ধারিত সময়ে ৭০ জন করে রোহিঙ্গার সাক্ষাৎকার নেবেন টেকনিক্যাল টিমের সদস্যরা। এ ছাড়া সেখানে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হবে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রত্যাবাসন কার্যক্রমের প্রাথমিক প্রস্তুতি হিসেবে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা রাখাইন রাজ্যের মংডু থেকে টেকনাফে এসেছেন। টেকনাফে মিয়ানমারের প্রতিনিধিদল প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় মিয়ানমারের প্রতিনিধিদলটি রোহিঙ্গা আশ্রয় শিবিরের একটি প্রতিনিধিদলের সঙ্গেও মতবিনিময় করবে। প্রতিনিধিদলটি মিয়ানমারে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাই করবে। 

মোহাম্মদ মিজানুর রহমান আরও বলেন, প্রথম পর্যায়ে পরিবারভিত্তিক প্রত্যাবাসনের আওতায় ১ হাজারের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের শ খানেক রোহিঙ্গা রয়েছেন। 

বাংলাদেশ সরকারের তরফ থেকে সম্প্রতি মিয়ানমারের কাছে ৮ লাখ ৬২ হাজার রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছে। এই তালিকা যাচাই-বাছাই শেষে প্রায় ৭০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল মিয়ানমার।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ