হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে মা-মেয়েকে ধর্ষণ: পলাতক আসামি হারুন ঢাকায় গ্রেপ্তার

নোয়াখালী ও সুবর্ণচর প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে ঘরে ঢুকে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি হারুন প্রকাশ গরু হারুনকে (৪২) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এ নিয়ে এজাহারভুক্ত তিন আসামির সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামিকে ঢাকা থেকে নোয়াখালী আনার পর বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে গ্রেপ্তার আসামিদের মধ্যে গতকাল বুধবার বিকেলে মেহেরাজ নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ২২ ধারায় জবানবন্দি দিয়েছে ভুক্তভোগী শিশুটি। একই সঙ্গে মামলার প্রধান আসামি আবুল খায়ের মুন্সি মেম্বারের সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদিন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক এবং ২২ ধারায় নির্যাতিত শিশুর জবানবন্দি রেকর্ড করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম। একই সঙ্গে প্রধান আসামি আবুল খায়ের মুন্সি মেম্বারের রিমান্ডের শুনানির দিন আজ বৃহস্পতিবার ধার্য রয়েছে।

ইতিমধ্যে নির্যাতিত নারীর করা মামলার তিন আসামির সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের মধ্যে মেহেরাজ স্বীকার করেছেন, আসলে চুরির উদ্দেশ্যে নয়, মুন্সি ও হারুনের উদ্দেশ্য ছিল ওই নারীকে গণধর্ষণ করার।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু