হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে মা-মেয়েকে ধর্ষণ: পলাতক আসামি হারুন ঢাকায় গ্রেপ্তার

নোয়াখালী ও সুবর্ণচর প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে ঘরে ঢুকে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি হারুন প্রকাশ গরু হারুনকে (৪২) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এ নিয়ে এজাহারভুক্ত তিন আসামির সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামিকে ঢাকা থেকে নোয়াখালী আনার পর বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে গ্রেপ্তার আসামিদের মধ্যে গতকাল বুধবার বিকেলে মেহেরাজ নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ২২ ধারায় জবানবন্দি দিয়েছে ভুক্তভোগী শিশুটি। একই সঙ্গে মামলার প্রধান আসামি আবুল খায়ের মুন্সি মেম্বারের সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদিন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক এবং ২২ ধারায় নির্যাতিত শিশুর জবানবন্দি রেকর্ড করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম। একই সঙ্গে প্রধান আসামি আবুল খায়ের মুন্সি মেম্বারের রিমান্ডের শুনানির দিন আজ বৃহস্পতিবার ধার্য রয়েছে।

ইতিমধ্যে নির্যাতিত নারীর করা মামলার তিন আসামির সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের মধ্যে মেহেরাজ স্বীকার করেছেন, আসলে চুরির উদ্দেশ্যে নয়, মুন্সি ও হারুনের উদ্দেশ্য ছিল ওই নারীকে গণধর্ষণ করার।

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদরোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র