হোম > সারা দেশ > নোয়াখালী

‘পাওনা টাকা চাওয়ায়’ সহপাঠীকে ছুরিকাঘাত করে থানায় কিশোর

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে সাইকেল বিক্রির পাওনা টাকা চাওয়ার জেরে মারুফ হাসান রাকিব (১২) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে সহপাঠীর বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরক্লার্ক গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠা কিশোরকে থানা-হেফাজতে নিয়েছে পুলিশ। 

এদিকে গুরুতর অবস্থায় গতকাল সন্ধ্যার দিকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে মারুফকে ভর্তি করা হয়। সেখানে তার প্রথম ধাপে অস্ত্রোপচার করা হয়েছে। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। 

ছুরিকাঘাতে মারুফ জখম হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ ওঠা কিশোরকে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

জখম হওয়া মারুফ চরক্লার্ক গ্রামের দুবাই প্রবাসী মো. রফিক উল্যাহর ছেলে। অভিযোগ ওঠা কিশোর হলো মারুফের সহপাঠী। তারা স্থানীয় বাংলাবাজার দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। 

মারুফের চাচা মো. আহসান উল্যাহ বলেন, ‘মারুফের থেকে আট হাজার টাকায় একটি সাইকেল কিনে নেয় তার এক বন্ধু। কিন্তু অনেক দিন পার হলেও টাকা না দেওয়ায় মারুফ ওই বন্ধুকে টাকার জন্য চাপ দেয়। গতকাল বিকেলে মারুফকে টাকা দেওয়ার কথা বলে স্থানীয় হালিম মাস্টারের বাড়ির পাশে সড়কের নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে ওই বন্ধু। এতে মারুফের থুতনি, বুকে ও পেটে মারাত্মক জখম হয়েছে।’ 

এ বিষয়ে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শেখ ফরিদ বলেন, ‘মারুফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেলা সদরে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচার শেষে ঢাকায় নেওয়া হয়েছে।’ 

স্থানীয় চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার বলেন, ‘মারুফের পেট কেটে ভুঁড়ি বের হয়ে গেছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাৎক্ষণিক অস্ত্রোপচার করেন। এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত