হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫: এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৬

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৮-ইস্ট ক্যাম্পে গোলাগুলিতে পাঁচজন নিহতের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় একটি ওয়ান শুটার গান ও একটি গুলি জব্দ করা হয়। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ফোরকান (২৩), এনাম উল্যাহ (২৩), এবাদ উল্যাহ (২৫), আরিফ উল্যাহ (৩০), মোহাম্মদ জুবায়ের (২৯) ও বি রহমান (৩৪)। তাঁরা ক্যাম্প ৮ ও ৯-এর বিভিন্ন ব্লকের বাসিন্দা। 

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। 

ফারুক আহমেদ জানান, গতকাল ভোরে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৮-ইস্ট ক্যাম্পে দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হন। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ক্যাম্পে অবস্থান করছেন—এমন খবরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালায়। এতে ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ফাইভ মার্ডারের ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবার থেকে কোনো ধরনের অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পেলেই মামলা রেকর্ড করা হবে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল