হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫: এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৬

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৮-ইস্ট ক্যাম্পে গোলাগুলিতে পাঁচজন নিহতের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় একটি ওয়ান শুটার গান ও একটি গুলি জব্দ করা হয়। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ফোরকান (২৩), এনাম উল্যাহ (২৩), এবাদ উল্যাহ (২৫), আরিফ উল্যাহ (৩০), মোহাম্মদ জুবায়ের (২৯) ও বি রহমান (৩৪)। তাঁরা ক্যাম্প ৮ ও ৯-এর বিভিন্ন ব্লকের বাসিন্দা। 

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। 

ফারুক আহমেদ জানান, গতকাল ভোরে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৮-ইস্ট ক্যাম্পে দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হন। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ক্যাম্পে অবস্থান করছেন—এমন খবরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালায়। এতে ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ফাইভ মার্ডারের ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবার থেকে কোনো ধরনের অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পেলেই মামলা রেকর্ড করা হবে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র

চট্টগ্রাম বন্দরে অফডক বন্ধের কর্মসূচি থেকে সরলেন ডিপোমালিকেরা

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে