হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক কারাগারে

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে আরাফাত হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। আরাফাত হোসেন উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামের বাসিন্দা। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রী (১৬) স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত যুবক আরাফাত হোসেন (১৯) একই এলাকার হওয়ার সুবাদে স্কুলছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করত। এ ছাড়া বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। 

বিষয়টি ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে আরাফাত হোসেনের পরিবার ও আত্মীয়-স্বজনকে জানানোর পরও কোনো সমাধান হয়নি। পরিবারকে জানানোর পর ক্ষিপ্ত হয়ে উঠে আরাফাত, এর জের ধরে গতকাল রোববার বিদ্যালয়ে যাওয়ার পথে স্কুলছাত্রীর গতিরোধ করে কৌশলে নিজেদের বসত ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। 

এ সময় ভুক্তভোগী স্কুলছাত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার ও আরাফাতকে আটক করে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর পর তাদের সহযোগিতায় অভিযুক্তকে পুলিশে সোপর্দ করা হয়। 

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন আজকের পত্রিকা বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি আরাফাত হোসেনকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু