চাঁপাইনবাবগঞ্জের র্যাব-৫ ক্যাম্পের একটি দল গোদাগাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৯৭০ গ্রাম হেরোইনসহ মো. সেলিম রেজা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাতে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার বাসুদেবপুর এলাকায় এ অভিযান চালায় র্যাব-৫ সদস্যরা।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট জোড়গাছি মহল্লার মৃত রফিকুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে র্যাব-৫ এর একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের সুইচ গেট সংলগ্ন এলাকায় গতকাল রোববার রাত প্রায় পৌনে ৮টার দিকে অভিযান চালিয়ে বহনকারীর টিস্যু ব্যাগে থাকা বিপুল পরিমাণ হেরোইনসহ তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।