হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সাংবাদিক নিহত, আহত ৪ 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গোলাম নবী (৬০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি বগুড়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক কালের খবর পত্রিকার সহসম্পাদক ছিলেন।

বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে শাকপালা এলাকায় বগুড়া-নাটোর ও বগুড়া-ঢাকা মহাসড়কের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত হয়েছেন চার জন। তাঁরা হলেন বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বেলুহালী গ্রামের আশরাফ আলী, মুন্সিগঞ্জ জেলার ধীরাজ এবং বগুড়ার কাহালু উপজেলার বেলাল হোসেন ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম।

আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল আজকের পত্রিকাকে জানান, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে শাকপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক উন্নয়নকাজে নিয়োজিত বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। 

এসআই রাজু কামাল জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী গোলাম নবী মারা যান। তাঁর কাছ থেকে দৈনিক কালের খবর পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে।

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক