হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার দুই হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যু ২১

প্রতিনিধি, বগুড়া সদর

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে এক দিনে করোনা ও উপসর্গে ২১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নয়জন করোনা আক্রান্ত হয়ে আর ১২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত এই ২১ জনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০৫ জনে দাঁড়িয়েছে।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আজ রোববার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬১৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৯৫ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জেলায় শনাক্তের হার ৩১ দশমিক ১ শতাংশ। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৬ জন।

ডা. তুহিন আরও বলেন, বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১৩৩ জন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৩০ জন। বর্তমানে শজিমেক হাসপাতালে ২৬২, মোহাম্মদ আলীতে ২৫৭ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১১১ জন ভর্তি রয়েছেন।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি পরীক্ষায় ১০৭, জিন এক্সপার্ট ১৭টি নমুনা পরীক্ষায় ১৩, র‍্যাপিড অ্যান্টিজেন কিট ২৮০টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৫৯ জন। টিএমএসএস হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষায় ১৬ জন শনাক্ত হন।

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা