হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

আজ বেলা ১১টায় চন্ডিপুর গ্রামে নিহত ব্যক্তির বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দাদার নাম শাবান আলী (৭৫)। তিনি চন্ডিপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত নাতি মো. রানা (২৪) পলাতক রয়েছেন। রানার বাবার নাম মো. আবু সাঈদ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মো. রানা বেশ কয়েক বছর ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চাপ দিতেন এবং তাঁর আচরণে বাড়ির লোকজন সব সময় আতঙ্কে থাকত। তাঁর এই কর্মকাণ্ডের কারণে বিবাহিত স্ত্রীও তাঁকে ছেড়ে চলে গেছেন।

আজ সকালে রানা তাঁর দাদার কাছে টাকা চান। শাবান আলী টাকা দিতে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে একটি গাছের ডাল দিয়ে দাদার মাথায় আঘাত করেন। এতে শাবান আলী গুরুতর জখম হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয় লোকজনের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সকাল পৌনে ৯টায় শাবান আলীকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগ সূত্রে জানা যায়, নিহত শাবান আলীর মাথার পেছনে আঘাতে রক্তাক্ত জখম ছিল। পরে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে আসে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, সংবাদ পেয়ে আজ রোববার বেলা ১১টায় চন্ডিপুর গ্রামে গিয়ে নিহত ব্যক্তির বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মো. রানাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মহাসড়কে ছিনতাইকালে হাঁসুয়াসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের বাজারদরে হতাশ কৃষক

শেরপুরে জাল টাকার কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চার দিন ধরে শিবির কর্মী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বগুড়ায় সাঁজোয়া কোরের সম্মেলনে সেনাপ্রধান

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় স্বামী

স্কুলব্যাগে ৪ কেজি গাঁজা, দুই কারবারি গ্রেপ্তার

বগুড়ায় বিছানায় দুই শিশুসন্তানের রক্তাক্ত লাশ, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল মা

নিলামে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত বালু বিক্রি বন্ধ

বগুড়ায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আলটিমেটাম