হোম > সারা দেশ > বগুড়া

ছোট ভাইয়ের ওপর অভিমান করে ষষ্ঠ শ্রেণির ছাত্রের ‘আত্মহত্যা’

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

মোবাইল ফোনে গেম খেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ওপর অভিমান করে মেহেদী হাসান (১৩) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত মেহেদী হাসান নাটমরিচাই গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় মোলামগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, শিশুর বাবা আব্দুর রহিমের ব্যবহৃত মোবাইল ফোনটি পুরোনো হওয়ায় তিনি একটি নতুন মোবাইল কেনেন। পরে বাবার পুরোনো মোবাইলটিতে মেহেদী হাসান ও তার ছোট ভাই মইনুর হাসান (৭) গেম খেলত। গতকাল সোমবার রাতে মোবাইলে গেম খেলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দিকে পরিবারের সবার অজান্তে বাড়ির পার্শ্বে পরিত্যক্ত মুরগির ফার্মের ভেতরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে মেহেদী। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মেহেদী হাসানের বাবা আব্দুর রহিম বলেন, ‘আমার বড় ছেলে মেহেদী হাসান ও ছোট ছেলে মইনুর হাসান। মোবাইল ফোনে গেম খেলা নিয়ে ছোট ভাইয়ের ওপর অভিমান করে মেহেদী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত