হোম > সারা দেশ > ভোলা

ভোলায় নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, বিএনপি নেতা বহিষ্কার

ভোলা প্রতিনিধি

বহিষ্কৃত বিএনপি নেতা ইব্রাহীম হাওলাদার। ছবি: সংগৃহীত

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিএনপির এক নেত্রীকে বিবস্ত্র করে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে ৪ জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইব্রাহীমের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডসহ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১ জুন সকালে তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপির নারী নেত্রী ও সাবেক ইউপি সদস্যকে জনসমক্ষে বিবস্ত্র করে রশি দিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

আহত অবস্থায় ওই নেত্রীকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।

তজুমদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন নেত্রীকে জনসমক্ষে বিবস্ত্র করে নির্যাতন মধ্যযুগীয় বর্বরতার চিত্র তুলে ধরেছে। তাই দায়ীদের শাস্তি না হলে সমাজে নারীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বলা হয়, এ ধরনের বর্বর ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকতে পারে না। তদন্তে প্রমাণিত অভিযোগের ভিত্তিতে ইব্রাহীমকে বহিষ্কার করা হয়েছে।

নির্যাতনের শিকার ওই নেত্রীকে ফোন দিলে ধরেন তাঁর ছেলে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আব্বু তজুমদ্দিন থানায় আটজনকে আসামি করে মামলা করেছেন। আম্মু উন্নত চিকিৎসার জন্য এখন ঢাকায় অবস্থান করছেন।’

বিএনপি নেতা ইব্রাহীম হাওলাদারকে দল থেকে বহিষ্কারের বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান আজ শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় বলেন, ওই ঘটনায় একটি মামলা করা হয়েছে। আসামিরা সবাই আদালত থেকে জামিনে রয়েছেন।

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা