বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধনা রানী (৩৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার ভোররাত ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি স্থানীয় রতন চন্দ্র দাসের স্ত্রী এবং এক সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সাধনা রানী ও তাঁর ছেলে হৃদয় দাস (১২)। পরে সাধনা রানীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। সেখানেই তিনি মারা যান।
এ নিয়ে বরগুনা জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আরও ৬৫ জন। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৬০ জনে।