হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে স্কুলমাঠে রাস্তা নির্মাণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ের খেলার মাঠের জায়গায় রাস্তা নির্মাণ ও মাঠজুড়ে নির্মাণসামগ্রী রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই বিক্ষোভ করা হয়।

গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলে, ‘আমাদের একমাত্র খেলার মাঠে পার্শ্ববর্তী গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনগড়াভাবে একটি রাস্তা করেছেন। এ কারণে আমাদের মাঠটি ছোট হয়ে গেছে। এ ছাড়া মাঠজুড়ে স্থানীয় লোকজন নির্মাণসামগ্রী ফেলে রাখায় আমরা প্রায়ই আহত হই।’ 

শিক্ষার্থীরা আরও বলে, ‘আমরা অপ্রয়োজনীয় রাস্তা চাই না। আমরা খেলার মাঠ চাই।’ 

গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম রিয়াদুল আলম বলেন, ‘খেলার মাঠের দক্ষিণ পাশে গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি রাস্তা নির্মাণ করায় খেলার মাঠ কিছুটা ছোট হয়েছে। রাস্তাটি নির্মাণ করার সময় আমরা মৌখিকভাবে তাঁকে বাধা দিয়েছিলাম, কিন্তু দুই বিদ্যালয়ের জমি একত্রে থাকায় বিষয়টি বুঝতে পারিনি। পরবর্তীকালে পরিমাপ করে দেখতে পাই আমাদের বিদ্যালয়ের জমির কিছু অংশজুড়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে।’

গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসিন খান বলেন, ‘যেহেতু একই সঙ্গে দুই বিদ্যালয়ের খেলার মাঠ। তাই আমরা সমন্বয় করে বিদ্যালয়ে রাস্তা নির্মাণ করেছি। রাস্তা নির্মাণের সময় আমাকে কেউ বাধা দেয়নি।’ 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিবুর রহমান বলেন, ‘আমি গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের