হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে স্কুলমাঠে রাস্তা নির্মাণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ের খেলার মাঠের জায়গায় রাস্তা নির্মাণ ও মাঠজুড়ে নির্মাণসামগ্রী রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই বিক্ষোভ করা হয়।

গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলে, ‘আমাদের একমাত্র খেলার মাঠে পার্শ্ববর্তী গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনগড়াভাবে একটি রাস্তা করেছেন। এ কারণে আমাদের মাঠটি ছোট হয়ে গেছে। এ ছাড়া মাঠজুড়ে স্থানীয় লোকজন নির্মাণসামগ্রী ফেলে রাখায় আমরা প্রায়ই আহত হই।’ 

শিক্ষার্থীরা আরও বলে, ‘আমরা অপ্রয়োজনীয় রাস্তা চাই না। আমরা খেলার মাঠ চাই।’ 

গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম রিয়াদুল আলম বলেন, ‘খেলার মাঠের দক্ষিণ পাশে গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি রাস্তা নির্মাণ করায় খেলার মাঠ কিছুটা ছোট হয়েছে। রাস্তাটি নির্মাণ করার সময় আমরা মৌখিকভাবে তাঁকে বাধা দিয়েছিলাম, কিন্তু দুই বিদ্যালয়ের জমি একত্রে থাকায় বিষয়টি বুঝতে পারিনি। পরবর্তীকালে পরিমাপ করে দেখতে পাই আমাদের বিদ্যালয়ের জমির কিছু অংশজুড়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে।’

গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসিন খান বলেন, ‘যেহেতু একই সঙ্গে দুই বিদ্যালয়ের খেলার মাঠ। তাই আমরা সমন্বয় করে বিদ্যালয়ে রাস্তা নির্মাণ করেছি। রাস্তা নির্মাণের সময় আমাকে কেউ বাধা দেয়নি।’ 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিবুর রহমান বলেন, ‘আমি গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ