ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫৬ জন। আক্রান্তের হার ছিল ৪৭ শতাংশ।
আজ রোববার সকালে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন এ তথ্য জানান।
ডা. শিহাব উদ্দিন বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদরে ২৮ জন, নলছিটিতে ছয়জন, রাজাপুরে ১৫ জন এবং কাঠালিয়া উপজেলার পাঁচজন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭৩ জন মৃত্যুবরণ করেছেন। জেলায় ২৬৭ জন হোম আইসোলেশনে আছেন। এ ছাড়া ঝালকাঠি সদর হাসপাতালে ছয়জন ও কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।