হোম > সারা দেশ > পটুয়াখালী

অসুস্থ সন্তানকে দেখে ফিরছিলেন কর্মস্থলে, বাস কেড়ে নিল যুবকের প্রাণ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

মো. শাকিল হাওলাদার। ছবি: সংগৃহীত

বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. শাকিল হাওলাদার (৩৫)। আজ রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শাকিল পটুয়াখালীর দশমিনা উপজেলার ১ নম্বর রণগোপালদী ইউনিয়নের যৌথা গ্রামের কামাল হাওলাদারের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মো. শাকিল তাঁর ছেলের অসুস্থতার কথা শুনে বাড়িতে আসেন। আজ সকালে বাড়ি থেকে নিজে মোটরসাইকেল চালিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। দুপুর ১২টার দিকে গৌরনদী এলাকায় বরিশাল-ঢাকাগামী তাজ ট্রাভেলের বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে গৌরনদী আশোকাঠি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়ার পর তাঁর পরিবারকে জানানো হয়েছে। এ বিষয় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু