হোম > সারা দেশ > ভোলা

‘অন্তর্বর্তী সরকার নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে’

ভোলা প্রতিনিধি

আজ সোমবার ভোলার মনপুরা উপজেলার জনতা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকার নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, ‘দেশের মানুষ বহু বছর পর ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে উৎসবের মধ্য দিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। কিন্তু অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে।’

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, ‘গণতন্ত্র, উন্নয়ন, সংস্কার, নির্বাচন, ন্যায়বিচার, কোনোটিই আরেকটির পরিপন্থী নয়। বিএনপি রাজপথের দল। নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমরা নির্বাচন দিতে বাধ্য করব।’

আজ সোমবার দুপুরে ভোলার মনপুরা উপজেলায় সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসে জনতা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

যুবদল সম্পাদক নয়ন আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের শৃঙ্খলাবিরোধী এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কেবল সাংগঠনিক ব্যবস্থা নয়, প্রয়োজনে তাঁকে আইনের হাতে তুলে দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় যারা সংগঠনবিরোধী কর্মকাণ্ড করেছেন, তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

পথসভায় মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি সিরাজ পালোয়ান সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, মনপুরা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্যসচিব হাফেজ রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরামুল কবির, সদস্যসচিব শহিদুল ইসলাম শাহিন প্রমুখ।

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা