হোম > সারা দেশ > পিরোজপুর

ছেলেদের বিরুদ্ধে মায়ের জমি আত্মসাতের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে এক বৃদ্ধ মা তাঁর তিন ছেলের বিরুদ্ধে প্রতারণা করে জমি লিখে নেওয়ার অভিযোগ করেছেন। ওই বৃদ্ধ মায়ের নাম সামসুন্নাহার বেগম (৮৫)। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মরিচাল এলাকার বাসিন্দা। এ ঘটনায় সামসুন্নাহার বাদী হয়ে তাঁর তিন ছেলের বিরুদ্ধে পিরোজপুর আদালতে মামলা করেছেন। 

অভিযুক্তরা হলেন—সামসুন্নাহারের তিন ছেলে হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন ও মজিবুর রহমান। 

সামসুন্নাহার বেগম অভিযোগ করে বলেন, তাঁর স্বামী আকবর আলী শেখ মারা যাওয়ার আগে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মরিচাল এলাকায় ৪ ছেলের নামে ১৮ শতাংশ ও তাঁর নামে ১০ শতাংশ জমি লিখে দিয়ে যান। এরপর তিনি তাঁর ৪ ছেলের মাঝে ৭ শতাংশ করে জমি মৌখিকভাবে ভাগ করে দেন। সেই ভাগে পাওয়া জমির ওপর তাঁর ছোট ছেলে মতিউর রহমান ২০১৭ সালে একটি বাড়ি নির্মাণ শুরু করেন। পরে ২০২১ সালে সেই নির্মাণাধীন বাড়িতে ছাদ দেওয়ার পর তাঁর অপর তিন ছেলে সেই জমি তাঁদের বলে দাবি করেন। বিষয়টি তিনি তার অপর তিন ছেলের কাছে জানতে চাইলে তাঁরা তাঁকে জানান এই জমি নাকি সামসুন্নাহার তাঁদের নামে লিখে দিয়েছেন। 

সামসুন্নাহার বেগম আরও অভিযোগ করে বলেন, ‘আমি লেখাপড়া জানলেও আমার তিন ছেলে অসুস্থতার সুযোগে টিপ সই নিয়ে জালিয়াতির মাধ্যমে একটি দলিল করে আমার নামের জমি লিখে নিয়েছে। এখন মরিচাল এলাকায় আমি আমার বাড়িতে থাকতে চাইলে আমাকে মারধর করে বের করে দেয় ছেলে ও ছেলে বৌয়েরা। তাই আমি জমি ফেরত পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছি।’ 

এ বিষয়ে ছোট ছেলে মতিউর রহমান জানান, পৈতৃকসূত্রে পাওয়া জমির ওপর ২০১৭ সালে পৌরসভা থেকে অনুমতি নিয়ে বাড়ির প্ল্যান পাশ করে তিনি একটি বাড়ি নির্মাণকাজ শুরু করেন। পরে ২০২১ সালে সেই বাড়ির ছাদ দেওয়া হয়। করোনার কারণে বাড়ির অন্য কাজ না করতে পারায় এ বছরের মার্চে পুনরায় বাড়ির কাজ শুরু করলে তাঁর অপর তিন ভাই এসে সেই কাজে বাধা দেন এবং জানান যে, তাঁদের মা এই জমি তাঁদের নামে লিখে দিয়েছেন। 

বিষয়টি নিয়ে তিনি তাঁর মায়ের কাছে জানতে চাইলে তাঁর মা জানান, তাঁর মা কোনো জমি কারওর নামে লিখে দেননি এবং এ বিষয়ে কিছু জানেন না। এ সময় তাঁর তিন ভাই একটি দলিল দেখান, যাতে তাঁর মা টিপ সই দিয়ে একটি দলিল তাঁর ভাইদের নামে লিখে দিয়েছেন। কিন্তু তাঁর মা জানান, তিনি তো লিখতে জানেন, কেন টিপ সই দেবেন। 

মতিউর বলেন, প্রকৃতপক্ষে মায়ের অসুস্থতার সময় আমার ভাইয়েরা মায়ের সঙ্গে জালিয়াতি করে টিপ সই নিয়ে একটি দলিল করেছেন। 

এদিকে এ বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমানের মেয়ে রুমা আক্তার জানান, তার দাদি সামসুন্নাহার বেগম নিজ ইচ্ছায়ই জমি তার বাবা ও অপর দুই চাচার নামে লিখে দিয়েছেন। 

ডপরোজপুর পৌরসভার কাউন্সিলর মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য কয়েকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। 

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর