হোম > অপরাধ > বরিশাল

দৌলতখানে জমিজমা নিয়ে মারামারি, আহত ৫   

প্রতিনিধি, দৌলতখান (ভোলা) 

ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাঁরা হলেন ফরিদ হাওলাদার (৫৫), তাছলিমা বেগম (৪০), হাছনা হেনা (৩২), নারগিছ (৪৫) ও রাকিব (১৮)।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের নলগোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের একই বাড়ির আমির হোসেন গংয়ের সঙ্গে জমি নিয়ে মোফাজ্জল গংয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কয়েক দিন আগে বিরোধপূর্ণ জমিতে আমির হোসেন গংরা টয়লেট নির্মাণের চেষ্টা করলে বাধার মুখে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

আহত ফরিদ হাওলাদার জানান, বৃহস্পতিবার বিকেলে ফের আমির হোসেন গংরা ওই জমিতে টয়লেট নির্মাণকাজ শুরু করেন। এ সময় বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষ আমির হোসেনের নেতৃত্বে বাহার, নাজিমউদ্দিন, রাশেদ, আহসান উল্লাহসহ ১০-১৫ জন মিলে লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁদের পাঁচজনকে আহত করেন। 

এ ব্যাপারে অভিযুক্ত আমির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
 
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল