বরিশাল: বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে ডায়রিয়া রোগীর সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। নদী, খাল ও পুকুরের পানিতে জীবাণুর কারণে এ সমস্যা দেখা দিয়েছে। যে কারণে হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ডায়রিয়া পানিবাহিত রোগ হওয়ায় এটি ক্রমশ ছড়াচ্ছে। এ অঞ্চলের খাল, নদী, পুকুরের পানিতে ডায়রিয়ার জীবাণু বিদ্যমান। তিনি সাধারণ মানুষকে নদী ও খালের পানি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।
গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ১ হাজার ৪৪২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক জন। বিভাগে এ পর্যন্ত ৩৬ হাজার ৪৬৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার পর্যন্ত মোট ১০ জনে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানবিদ এ এস এম আহসান কবির বলেন, ডায়রিয়ায় সর্বাধিক আক্রান্ত হয়েছে ভোলা জেলায়। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ২৩৩ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে উপকুলীয় এলাকা পটুয়াখালী। এ জেলায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ২৯০ জন। পর্যায়ক্রমে বরগুনায় পাঁচ হাজার ৪৫০ জন, বরিশাল জেলায় চার হাজার ৯৭৯ জন, পিরোজপুরে চার হাজার ৪৩৩ জন ও ঝালকাঠিতে ৪ হাজার ৮৩ জন ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।