হোম > সারা দেশ > ভোলা

ভোলায় গৃহবধূর হাত-পা বেঁধে ধর্ষণের পর ভিডিওধারণ, যুবক গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি

কামাল হোসেন। ছবি: সংগৃহীত

ভোলা সদর উপজেলার রাজাপুরে এক গৃহবধূকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি কামাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর আনন্দ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

রিপন চন্দ্র সরকার বলেন, ৯ জুলাই রাত দেড়টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুরে এক গৃহবধূর বসতঘরে সিঁধ কেটে ভেতর ঢোকে কামাল হোসেন ওরফে কামাল মাঝিসহ সংঘবদ্ধ একটি চক্র। এ সময় কামাল মাঝি তাঁর সহযোগীদের সহায়তায় ওই গৃহবধূর হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণ শেষে বিবস্ত্র অবস্থায় ওই গৃহবধূর ভিডিও ধারণ করেন।

এ ঘটনায় পরদিন ১০ জুলাই ভিকটিম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

মামলার পর ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার মূল আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করে।

মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার।

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু