হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় নির্বাচনে দায়িত্বে অবহেলা, আটক ৩

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে অবহেলার অভিযোগে ১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ২ জন পোলিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। 

আজ রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন খান, পোলিং কর্মকর্তা ও কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল করিম ও জালিয়াঘাটা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝুমুর রানী বিশ্বাস।  

বিষয়টি নিশ্চিত করেছেন আমড়াতলা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রিয়াজ হোসেন।

জানা গেছে, ভাইস চেয়ারম্যান দুই প্রার্থীর ব্যালট পেপার ভোটারের হাতে দিয়ে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ভোটারের হাতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্র থেকে ভোটার বের হয়ে ম্যাজিস্ট্রেটকে জানালে তাৎক্ষণিক কর্মকর্তাদের আটক করা হয়। 

প্রিসাইডিং অফিসার মো. রিয়াজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভেতরে দায়িত্বরত ১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ২ জন পোলিং কর্মকর্তা তাদের দায়িত্বে অবহেলা করছেন। ম্যাজিস্ট্রেট এসে তাদের দায়িত্বে অবহেলার সত্যতা পেয়ে ৩ জনকে আটক করে নিয়ে যান। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পরে ৩ জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিক ইসিকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল

মানুষ এবার ইসলামি দলকে ক্ষমতায় দেখার অপেক্ষায়: চরমোনাই পীর

সিমেন্ট নয়, বালু দিয়ে জিও ব্যাগ বোঝাই

বেতাগীতে বাস মাহিন্দ্রার সংঘর্ষে একজন নিহত

বরগুনায় ‘সর্বাত্মক শাটডাউন’ লিখে বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, পুলিশ বলছে—অভ্যন্তরীণ কোন্দল

সিডরের ১৮ বছর: উপকূলবাসী এখনো ভুগছে

গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২