হোম > সারা দেশ > বরগুনা

মারা গেলেন সেই স্কুল শিক্ষিকার স্বামীও

বরগুনা প্রতিনিধি

লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় মাসের মাথায় দগ্ধ বরগুনার বঙ্কিম চন্দ্র মজুমদার (৫৮) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বঙ্কিমচন্দ্র মজুমদার বরগুনা সদর উপজেলা ফুলঝুড়ি এলাকার বাসিন্দা। তিনি ফুলঝুড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের অবসরপ্রাপ্ত শিক্ষক।

জানা যায়, ২৫ ডিসেম্বর ২০২১ ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনা বঙ্কিমচন্দ্র ও তার স্ত্রী মনিকা রাণী উভয়ে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গত ১৮ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মনিকা রানী মৃত্যুবরণ করেন। মনিকা রানি হালদারও বরগুনা পৌর শহরের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষক বঙ্কিমচন্দ্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলঝুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল ছালেক জানান, শনিবার মৃত শিক্ষকের মরদেহ বরগুনা পৌঁছানোর কথা রয়েছে। স্কুল প্রাঙ্গণে শিক্ষককে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বঙ্কিমচন্দ্রের মৃত্যুর খবর জেনেছি। তাঁর মরদেহ শনিবার বরগুনায় পৌঁছানোর পর শেষকৃত্যর জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। 

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম