হোম > সারা দেশ > বরগুনা

৭৫ মণ ইলিশ নিয়ে ঘাটে ট্রলার, ১৮ লাখে বিক্রি

বরগুনা ও পাথরঘাটা প্রতিনিধি

সাগরে চলছে ইলিশের ভরা মৌসুম। এ ভরা মৌসুমেও জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। এ সময় অন্য সকল জেলেরা খালি হাতে ফিরে আসলেও বঙ্গোপসাগর থেকে ৭৫ মণ ইলিশ শিকার করে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ফিরেছে একটি ট্রলার। সে ইলিশগুলো ১৮ লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সকালে ট্রলারে এফবি সাফওয়ান নামের ট্রলারটি ঘাটে ফিরেছে। ট্রলারটির মালিক পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

ট্রলার মালিক মোস্তফা গোলাম কবির বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে বাজার সওদা করে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে বঙ্গোপসাগরে পাঠিয়েছি। সোমবার গভীর রাতে ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে। মাছগুলো বিক্রি করার জন্য মঙ্গলবার সকালে ট্রাকে করে বাগেরহাট পাঠিয়েছিলাম। সেখানে ১৮ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।’

গোলাম কবির বলেন, ‘বর্তমান সময়ে ইলিশের ভরা মৌসুমেও যখন জেলেদের জালে মিলছে না, তখন আমার ট্রলারে এত ইলিশ কীভাবে পেয়েছি, অনেকেই এমন প্রশ্ন করেছেন—আসলে আমার ট্রলার অন্য ট্রলারের চেয়ে আধুনিক উন্নত মানের। আমার ট্রলারগুলো এমনভাবে তৈরি যে গভীর সমুদ্রে জেলেরা বিচরণ করতে পারে এবং আধুনিক ইঞ্জিনের সংযোজন করা আছে। সে কারণে জেলেরা সমুদ্রের যে কোনো জায়গায় বিচরণ করে জাল ফেলতে পারে। এ কারণেই আমি অন্যদের চেয়ে বেশি ইলিশ শিকার করতে পারি।’

এফবি সাফওয়ান ট্রলারের মাঝি দুলাল মিয়া বলেন, ‘আমরা এবার যে মাছ পেয়েছি, আমাদের ট্রলার মালিক ও জেলে সবাই মহা খুশি। আসলে আমরা গভীর সমুদ্রে গিয়ে জাল ফেলেছিলাম। জাল টানতেই দেখি ঝাঁকে ঝাঁকে ইলিশ জালে ধরা পড়েছে। মাত্র দুইবার জাল পেতেই যে মাছ পেয়েছি ট্রলারের আর মাছ নেওয়ার জায়গা ছিল না। ট্রলার ভরে নিয়ে এসেছি।’

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘জেলেরা মাছ না পাওয়ায় হতাশ হয়েই ফিরে আসছে ঘাটে। খুব সমস্যার মধ্যেই তাদের দিন কাটছে, এরই মধ্যে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যানের ট্রলারের জেলেরা ৭৫ মণ ইলিশ পেয়েছে, এটাতো আমাদের জন্য খুশির খবর। মনে হয় ধীরে ধীরে মাছ ধরা পরতে শুরু করবে জেলেদের জালে। সব জেলেরা এ পরিমাণ মাছ পেলে ট্রলার মালিকেরা পেছনের ধার দেনা কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছি।’

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘গভীর সমুদ্রে এখন প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে এবং ওই ইলিশের সাইজেও এখন বড়। তবে উপকূলের কাছাকাছি এখনো অনেক কম মাছ পাওয়া যাচ্ছে। ধারণা করছি সামনের সময় জেলেদের জলে আরও ইলিশ ধরা পরবে।’ 

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ