হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় শিশু অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি

বরগুনা প্রতিনিধি

আফিফা। ছবি: সংগৃহীত

বরগুনার বামনায় আফিফা নামে সাত বছরের এক শিশুকে অপহরণের পর তাকে ফিরে পেতে মুক্তিপণ দাবি করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে আজকের পত্রিকার কাছে এই তথ্য নিশ্চিত করেছেন শিশুটির বাবা ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামের মো. স্বপন আহম্মেদ।

স্বপন আহম্মেদ বলেন, ‘আমার মোবাইল ফোনে কিছু সময় পূর্বে একটি নম্বর থেকে কল আসে। আমাকে ২০ হাজার টাকা নিয়ে খোলপেটুয়ায় আসতে বলা হয়েছে। টাকা দিলে আমার মেয়েকে ফেরত দেবে—এমনটি জানিয়েছে অপহরণকারীরা।’

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে ওই গ্রাম থেকে ৪টি শিশু নিখোঁজ হয়। এর মধ্যে দুটি শিশুকে বাড়ির অদূরে সড়কে পাওয়া গেছে। তবে স্বপন আহম্মেদের দুই শিশুসন্তান আফিফা (৭) ও আহাদকে (৪) তখনো পাওয়া যায়নি। বিকেলের দিকে শিশু আহাদকে বামনা লঞ্চঘাট এলাকায় পাওয়া গেলেও তার বড় বোন আফিফাকে অপহরণকারী নিয়ে যায়।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীনভাবে ওই গ্রামে কয়েক দিন ধরে ঘুরে বেড়ানো অজ্ঞাত পরিচয় এক নারী এই চার শিশুকে অপহরণ করেছে। ৩ জনকে রেখে গেলেও আফিফাকে নিয়ে পালিয়ে যায়।

স্বপন আহম্মেদ বলেন, ‘আজ বিকেলে খবর পাই আমার ছেলেকে বামনা লঞ্চঘাটে পাওয়া গেছে। তাকে উদ্ধার করে বিষয়টি বামনা থানার ওসিকে জানিয়েছি।’

বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘আমরা প্রাথমিকভাবে নিখোঁজ সন্দেহে একটি সাধারণ ডায়েরি করেছি। তদন্ত করার পর নিয়মিত মামলা নিয়ে আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে। আশা করি শিশুটি উদ্ধার হবে।’

কলেজ ভবনে বসবাস, হচ্ছে না পাঠদান

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের