হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

প্রতিনিধি

আমতলী (বরগুনা): বাঁশ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গোডাঙ্গা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জন গুরুতর আহত হয়েছেন।

গুরুতর আহতরা হলেন, ইউসুফ আলী (৭০), ইমরান (১৩), খাদিজা (৪৫), সাদ্দাম (৩০), রিপন (১৯), রাহিমাকে (৫০) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজন আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গোডাঙ্গা গ্রামের ইউসুফ আলী হাওলাদারের সঙ্গে প্রতিবেশী দুলাল মৃধার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে ইউসুফ আলী তার বাঁশ বাগানে একটি বাঁশ কাটতে যায়। দুলাল মৃধা ওই বাগানের জমি তার দাবি করে এতে বাঁধা দেয়। এ নিয়ে ইউসুফ আলীর সঙ্গে দুলাল মৃধার কথা-কাটাকাটি হয়। এক পর্যায় দুলাল মৃধা, আল আমিন, হানিফা, মামারুলসহ তার লোকজন বৃদ্ধ ইউসুফ আলীর ওপর হামলা চালিয়েছে বলে দাবি করে ইউসুফ আলী।

এ সময় ইউসুফ আলীকে রক্ষায় তার লোকজন এগিয়ে আসে। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়।

আহত ইউসুফ আলী হাওলাদার বলেন, 'আমার বাগানের বাঁশ আমি কাটতে গেলে দুলাল মৃধা, আল আমিন, মামারুল, রিপন, হানিফ মৃধা ও হালিম আমাকে ও আমার মেয়েসহ চারজনকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।'

এ বিষয়ে দুলাল মৃধা মারধরের কথা অস্বীকার করে বলেন, 'আমার বাঁশ বাগানের বাঁশ কাটতে গেলে আমি বাঁধা দিয়েছি। এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে মাত্র।'

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. হিমাদ্রি রায় বলেন, আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম