হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত শিক্ষিকার মৃত্যু

বরগুনা প্রতিনিধি

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসিনা বেগম (৪৫) নামে এক শিক্ষিকা মারা গেছেন। তিনি সদর উপজেলার গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের বাংলা শিক্ষক খায়রুন্নাহার।

তিনি জানান, হাসিনা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হলে গত রোববার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।

বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে। তবে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে দেওয়া তথ্যে মৃত্যুর সংখ্যা ছয়।

তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বরগুনা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০৬।

নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৩ জন, বামনায় ৮, পাথরঘাটায় ৯ এবং বেতাগী ও তালতলীতে ২ জন শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ২২৪ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছে ১৫০ জন।

উপজেলাভিত্তিক মোট আক্রান্তের মধ্যে বরগুনা সদরে ৩ হাজার ১৭৯ জন, পাথরঘাটায় ১৭৫, বামনায় ১১৪, তালতলীতে ৫৭, আমতলীতে ৪৩ এবং বেতাগীতে ৩৮ জন রয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত রোগী আসছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দিতে। তবে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।’

কলেজ ভবনে বসবাস, হচ্ছে না পাঠদান

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের