হোম > সারা দেশ > বরগুনা

ডাকাত সন্দেহে ২ যুবক আটক, মোটরসাইকেলে আগুন

বরগুনা সংবাদদাতা

বরগুনার বামনায় ডাকাত সন্দেহে আটক দুই যুবক। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বামনায় ডাকাত সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উপজেলার মধ্য আমতলী গ্রামে গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুই যুবক হলেন আমতলী গ্রামের মো. শামিম হোসেন রাকিব (২২) ও পূর্ব সফিপুরের মো. হাসান আলী (২১)। আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে বামনা থানায় মামলা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মধ্য আমতলী গ্রামের শহিদুল বক্সের একটি পরিত্যক্ত ঘরে শামিম ও হাসান ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এলাকা পাহারা দেওয়া স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই ঘর ঘিরে ফেলে। পরে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি হচ্ছে। এমন ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে রাতে পাহারা দেওয়া শুরু করেছেন।

এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘আমরা ডাকাতি রোধে টহল বাড়িয়েছি। প্রতিটি গ্রামে নাগরিক পাহারা বসিয়েছি। ওই দুই যুবকের নামে চুরির প্রস্তুতির মামলা নিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হবে।’

কলেজ ভবনে বসবাস, হচ্ছে না পাঠদান

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের