হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় গাছ বোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় গাছ বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনায় আবু জাফর হাওলাদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাইনতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচনাপাড়া ইউপি চেয়ারম্যান ফরিদ খান।

নিহত আবু জাফর হাওলাদার (৫৫) উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর বেতমোর এলাকার তাহের হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, পাথরঘাটা মঠবাড়িয়া সড়কে নাচনাপাড়া ইউনিয়নের বাইনতলা নামক এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গাছ বোঝাই করা হচ্ছিল। পাশ থেকে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের আরেকটি গাছ বোঝাই ট্রাক যাওয়ার পথে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা শ্রমিক মোহাম্মাদ আবু জাফর হাওলাদার গাছের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

পাথরঘাটা থানা-পুলিশের উপপরিদর্শক আফজাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি। এ ছাড়াও সড়কে দাঁড়িয়ে বিভিন্ন এলাকায় ট্রাকে গাছ বোঝাইয়ের অভিযোগ পাচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম