বরিশাল: বরিশাল বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক শনাক্ত হয়েছে ১৯৩ জন। এর আগে শনাক্ত হয়েছিল ১৮১ জনের। এর ফলে বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৭ হাজার ৩৯২ জন। পাশাপাশি মৃত্যুবরণ করেছেন আরও ২ জন।
মৃতদের মধ্যে পিরোজপুর এবং বরগুনা জেলার রয়েছে একজন করে। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩০৩ জন। আজ মঙ্গলবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৭ জনের, বিপরীতে সুস্থ হয়েছেন ২৬ জন। এ ছাড়া পটুয়াখালীতে নতুন শনাক্ত ২০ জন, সুস্থ ৭, ভোলায় শনাক্ত ১০, সুস্থ হয়েছেন ১ জন, পিরোজপুরে নতুন শনাক্ত ৬৩, সুস্থতা লাভ করেছেন ৩ জন এবং ঝালকাঠিতে শনাক্তের সংখ্যা ১৮, সুস্থ হয়েছেন ৪৩ জন।
অপরদিকে বরগুনায় ১৫ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও নতুন করে কেউ সুস্থ হন নি কেউ। প্রসঙ্গত, বিভাগে শনাক্ত ও মৃত্যুর হারে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা।