হোম > সারা দেশ > বরগুনা

হাত-পা বেঁধে বিএনপি নেতার বাড়িতে ডাকাতির অভিযোগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় বিএনপির নেতা আইনজীবী সগির হোসেন লিয়নের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বাড়িতে থাকা লোকজনের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, এলইডি টিভিসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের হাজি জালাল উদ্দিন মহিলা কলেজের সামনের ওই আইনজীবীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মঞ্জুর রশিদ সুমন।

অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী।

ভুক্তভোগী পরিবার বলছে, শনিবার রাতে খাবার খেয়ে সগির হোসেন লিয়নের বাবা আব্দুর রাজ্জাক, মা আমেনা বিবি, বোন সাবিনা বেগম, ভাইজি রিভা ও ভাগনে সাদিক সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে যান। এরপর রাত আড়াইটার দিকে একটি বিকট শব্দ পেয়ে ঘুম থেকে জেগে ঘরের লাইট জ্বালিয়ে সবকিছু ঠিকঠাক দেখে আবার ঘুমিয়ে পড়েন তাঁরা। রাত ৩টার দিকে জানলার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে ডাকাতেরা।

সাবিনা বেগম বলেন, ‘ঘরে ঢুকে আমার বাবা আব্দুর রাজ্জাক ও ভাইয়ের মেয়ে ইভাকে বেঁধে গলায় রামদা ধরে আধুনিক কাটার মেশিন দিয়ে আলমারির তালা কেটে নগদ টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, একটি এলইডি টিভি ও তিনটি কম্বল নিয়ে যায় ডাকাতেরা।’

সাবিনা আরও বলেন, ‘ছয়জন মুখোশ পরে ঘরে ঢুকেছিল। তাদের কাউকে চিনতে পারিনি।’

স্থানীয় কাউন্সিলর মঞ্জুর রশিদ সুমন বলেন, ‘বাড়ির মূল ফটকের গেট ভেঙে, ঘরের গ্রিল কেটে সংঘবদ্ধ চক্র ঘরে প্রবেশ করে। ডাকাতেরা সাউন্ডলেস কাটার মেশিন ব্যবহার করে তালা কেটেছে। এর আগে পাথরঘাটা পৌর শহরে এমন ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় মজুমদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই তদন্ত চলছে। আশা করি শিগগিরই দুর্বৃত্তদের আটক করতে সক্ষম হব।’

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম