হোম > সারা দেশ > বরগুনা

স্বামী দ্বিতীয় বিয়ে করায় দা দিয়ে পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় দা দিয়ে কুপিয়ে পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় স্ত্রী নাসরিন বেগমকে (২০) আটক করেছে পুলিশ। 

গতকাল রোববার উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামে মধ্যরাতে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম জাহিদুল ঘরামী (২৮)। তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামের আবুল কালাম আজাদ (কালাই) ঘরামীর ছেলে। 

জানা গেছে, ২০২১ সালে জাহিদুল ঘরামীর সঙ্গে পটুয়াখালীর গেরাখালী গ্রামের মজিবর মাদবরের মেয়ে নাসরিন বেগমের বিয়ে হয়। তাঁদের ৭ মাসের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে জাহিদুল এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত জানুয়ারি মাসে গোপনে ওই নারীকে তিনি বিয়ে করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। জাহিদুল নাসরিনকে তাঁর দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে চাপ দেন। এতে রাজি হননি নাসরিন। ক্ষুব্ধ হয়ে জাহিদুল স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে রোববার মধ্যরাতে নাসরিন ধারালো দা দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন। 

এ সময় জাহিদুলের চিৎকারে স্বজনেরা এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে তাঁরা জাহিদুলকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই হাসপাতালের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠান। আমতলী থানার পুলিশ রাতেই নাসরিনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। 

জাহিদুলের বাবা আবুল কালাম আজাদ (কালাই) ঘরামী বলেন, ‘আমার ছেলের এই করুণ পরিণতির জন্য ছেলের বউ নাসরিন দায়ী। আমি এ ঘটনায় শাস্তি দাবি করছি।’ 

স্ত্রী নাসরিন বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী ছয় মাস আগে গোপনে দ্বিতীয় বিয়ে করে। ওই দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে আমাকে চাপ প্রয়োগ করছিল। মেনে না নেওয়ায় আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে।’ 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নাসরিনকে রাতেই আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক