হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে বিষপান করা গৃহবধূর মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে আট মাসের সন্তান রেখে লাইজু বেগম (৩২) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আজ বুধবার ভোরে লাইজুর লাশ হাসপাতাল থেকে বাড়ি নেওয়া হয়। তিনি উপজেলার মোকামিয়া ইউনিয়নের উত্তর ছোট মোকামিয়া এলাকার বাসিন্দা।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, চার সন্তানের মা লাইজু বেগম গত শনিবার বিকেলে বিষপান করেন। তাঁর এক সন্তানের বয়স আট মাস। স্বজনেরা তাঁকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর পাকস্থলী পরিষ্কার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পর অবস্থার অবনতি হলে পরদিন ঢাকা নিয়ে যাওয়ার পথে লাইজুর মৃত্যু হয়।

লাইজুর স্বামী স্বপন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকালে আমার মায়ের সঙ্গে লাইজুর সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। আমি এ সময় দুজনকেই থামিয়ে দিই। আমার মা এতে ক্ষিপ্ত হয়ে আমাকে কিল-ঘুষি দেয়। এরপর আমার মা তাবলিগের উদ্দেশে বেরিয়ে পড়েন। বিকেলে আমি ঘুমিয়ে পড়লে লাইজু সেই সুযোগে বিষপান করে।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। বিষপানের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। তবে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল