হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় পলিথিনে মোড়ানো জীবিত নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনা জেনারেল হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটে চলাচলকারী রাস্তার পাশের ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া শিশুটিকে উদ্ধার করেন।

হারুন মিয়া বলেন, ‘ডাস্টবিনে ময়লা পরিষ্কার করতে ছিলাম। তখন দেখতে পাই পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করছে। কাছে গিয়ে দেখি, পলিথিনে মোড়ানো এক শিশু জীবিত অবস্থায় পড়ে আছে। তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়। নবজাতকটি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছে।’

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকী বলেন, ‘বেলা সাড়ে ১০টার দিকে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া দায়িত্ব পালনের সময় ডাস্টবিনের বাইরে পলিথিনে মোড়ানো এক নবজাতক দেখতে পান। তাৎক্ষণিকভাবে শিশুটি ওয়ার্ডে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে উৎসুক জনতা শিশুকে একনজর দেখতে ভিড় জমায়।’

ডা. তাসকিয়া সিদ্দিকী আরও বলেন, শিশুটির বয়স দুই দিন হতে পারে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সমাজসেবা বিভাগকে অবহিত করা হয়েছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ ‍পলিথিনে মোড়ানো একটি নবজাতক উদ্ধার করেছে মর্মে আমাকে অবহিত করেছে। খোঁজখবর নিয়ে দেখেছি, কন্যা শিশুটি সুস্থ আছে।’

এ বিষয়ে জানতে চাইলে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক রেজা আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় জানার চেষ্টা হচ্ছে। জেলা প্রশাসকের মাধ্যমে শিশু কল্যাণ বোর্ডে একটি চিঠি পাঠানো হয়েছে। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার